মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

April 17, 2025 10:04 PM

printer

কেন্দ্রীয় সরকার প্রতিরক্ষা ক্ষেত্রে বাজেটের পঁচাত্তর শতাংশ, দেশীয় সংস্থা থেকে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের জন্য বরাদ্দ করেছে বলে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন।

কেন্দ্রীয় সরকার প্রতিরক্ষা ক্ষেত্রে বাজেটের পঁচাত্তর শতাংশ, দেশীয় সংস্থা থেকে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের জন্য বরাদ্দ করেছে বলে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন। নতুন দিল্লীতে প্রতিরক্ষা মন্ত্রকের এক কনক্লেভে আজ শ্রী সিং বলেন, প্রতিরক্ষা উৎপাদনের পরিমাণ ২০১৪ সালে ৪০ হাজার কোটি টাকা থেকে বেড়ে বর্তমানে ১ লাখ ২৭ হাজার কোটি টাকার মাত্রা ছাড়িয়েছে। সরকার, ২০২৯ সালের মধ্যে ৩ লাখ কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন করার লক্ষ্যমাত্রা নিয়েছে বলেও তিনি জানান।

 রাজনাথ সিং বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রতিরক্ষা দফতরের পুনরুজ্জীবন ও ক্ষমতায়নই কেন্দ্রীয় সরকারের অন্যতম উদ্দেশ্য। বিদেশি আমদানির পরিমাণ কমিয়ে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতকে শুধু আত্মনির্ভর করে তোলাই নয়, বরং রফতানির পরিমাণ বৃদ্ধির ভিত্তিও মজবুত করতে হবে বলে শ্রী সিং উল্লেখ করেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন