এরাজ্যের দুই জেলা নির্বাচনী আধিকারিক, ১২ Electoral Registration Officer বা ERO এবং ২১৭ জন বুথ লেভেল অফিসার বা BLO দের নিয়ে জাতীয় স্তরের দু’দিনের প্রশিক্ষণ কর্মসূচি গতকাল দিল্লির International Institute of Democracy and Election Management (IIDEM) তে শুরু হয়েছে। এরাজ্যের দুই জেলা পূর্ব বর্ধমান এবং কুচবিহার এর জেলা নির্বাচনী আধিকারিক ওই প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিয়েছেন বলে সূত্রের খবর। গত চৌঠা মার্চ দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেশের বিভিন্ন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সম্মেলনে নির্বাচনী কাজের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বৃহত্তর প্রশিক্ষণ নিয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়। কমিশন গতকাল IIDEM এ মিডিয়া নোডাল অফিসার, সোশ্যাল মিডিয়া নোডাল অফিসার এবং জেলা জনসংযোগ আধিকারিকদের একদিনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম শেষ করেছে। বিকশিত মিডিয়া ল্যান্ডস্কেপে নির্বাচনী কাজে যুক্ত আধিকারিকদের সমন্বয় ও প্রস্তুতি বৃদ্ধি করা এই কর্মসূচির লক্ষ্য ছিল। সক্রিয় তথ্য প্রচার নিশ্চিত করা, ভুল তথ্যের প্রতিরোধ করা, এবং বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে ভোটার দের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২৮ টি রাজ্য ও ৮ টি কেন্দ্রশাসিত অঞ্চলের মিডিয়া আধিকারিকরা ওই কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাঁর বক্তব্যে নির্বাচনী প্রক্রিয়ায় মূল অংশীদার হিসেবে মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে বলেন, ভোটারদের আস্থা বজায় রাখতে বাস্তব সম্মত, সময়োপযোগী ও স্বচ্ছ যোগাযোগের উপর বিশেষ গুরুত্ব দেন।
Site Admin | April 10, 2025 12:40 PM
এরাজ্যের দুই জেলা নির্বাচনী আধিকারিক, ERO এবং BLO’দের নিয়ে জাতীয় স্তরের দু’দিনের প্রশিক্ষণ কর্মসূচি গতকাল দিল্লির International Institute of Democracy and Election Management (IIDEM) তে শুরু হয়েছে।
