আজ ২৪ সে মার্চ – আন্তর্জাতিক যক্ষ্মা দিবস। ১৮৮২ সালে ২৪ সে মার্চ বিজ্ঞানী রবার্ট কক যক্ষ্মার জীবাণু – Mycobacterium Tuberculosis আবিষ্কার করেছিলেন। যক্ষ্মা একটি বায়ুবাহিত সংক্রামক রোগ।
পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন রাজ্য টিবি সেলের সিনিয়র মেডিক্যাল অফিসার ডাক্তার স্বপ্না মুখোপাধ্যায় আকাশবাণী কে জানান – সরকার ২০২৫ সালের মধ্যে ভারত থেকে যক্ষ্মা নির্মুলীকরণের লক্ষ্যমাত্রা রেখেছে।
এই রোগ নির্মুলীকরণে সরকার ১০০ দিনের বিশেষ কর্মসূচি হাতে নেয়। সারা দেশের সঙ্গে – কলকাতা, উত্তর ২৪ পরগনা, মালদা , দক্ষিণ দিনাজপুর, কালিম্পং সহ পশ্চিমবঙ্গের ১৯ টি জেলায় চলে এই অভিযান। যা শুরু হয়েছিল গত বছর ৭ ই ডিসেম্বর চলে চলতি মাসের ১৭ তারিখ পর্যন্ত। রাজ্যে ২০ হাজারেরও বেশি যক্ষ্মা রোগীর সন্ধান পাওয়া গেছে এই কর্মসূচি শেষে। রোগ নির্মূলিকরেনে সরকার সব রকমের উদ্যোগ নিয়েছে।