মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

March 24, 2025 10:50 AM

printer

আজ ২৪ সে মার্চ – আন্তর্জাতিক যক্ষ্মা দিবস।

আজ ২৪ সে মার্চ – আন্তর্জাতিক যক্ষ্মা দিবস। ১৮৮২ সালে ২৪ সে মার্চ বিজ্ঞানী রবার্ট কক যক্ষ্মার জীবাণু – Mycobacterium Tuberculosis আবিষ্কার করেছিলেন। যক্ষ্মা একটি বায়ুবাহিত সংক্রামক রোগ।
 
পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন রাজ্য টিবি সেলের সিনিয়র মেডিক্যাল অফিসার ডাক্তার স্বপ্না মুখোপাধ্যায় আকাশবাণী কে জানান – সরকার ২০২৫ সালের মধ্যে ভারত থেকে যক্ষ্মা নির্মুলীকরণের লক্ষ্যমাত্রা রেখেছে।
 
এই রোগ নির্মুলীকরণে সরকার ১০০ দিনের বিশেষ কর্মসূচি হাতে নেয়। সারা দেশের সঙ্গে – কলকাতা, উত্তর ২৪ পরগনা, মালদা , দক্ষিণ দিনাজপুর, কালিম্পং সহ পশ্চিমবঙ্গের ১৯ টি জেলায় চলে এই অভিযান। যা শুরু হয়েছিল গত বছর ৭ ই ডিসেম্বর চলে চলতি মাসের ১৭ তারিখ পর্যন্ত। রাজ্যে ২০ হাজারেরও বেশি যক্ষ্মা রোগীর সন্ধান পাওয়া গেছে এই কর্মসূচি শেষে। রোগ নির্মূলিকরেনে সরকার সব রকমের উদ্যোগ নিয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন